হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

0
93

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে হেতমপুর গড়ের মাঠ ক্রীড়াঙ্গনে ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণির ৩৫০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। ২০০ মিটার, ১০০ মিটার, ৭৫ মিটার দৌড়, চামচ দৌড়, বিস্কুট দৌড়, বস্তা দৌড় সহ মোট ২৬ টি ইভেণ্টের খেলা হয়। প্রতিটি ইভেণ্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের বিদ্যালয়ের পক্ষ থেকে একটি করে ট্রফি ও শংসাপত্র প্রদান করা হয়। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান, জেলা পরিষদের সদস্যা মুনমুন ঘোষ, সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এদিন হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিন্ময় চ্যাটার্জি, বর্তমান ডিজিটাল যুগে ছাত্রছাত্রীরা মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে। ফলে মাঠ থেকে দূরে সরে যাচ্ছে ছাত্রছাত্রীরা। তাই ছাত্রছাত্রীদের মাঠমুখো করতেই বিদ্যালয়ের পক্ষ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য,খেলাধূলা ছাত্র জীবনে এক অবিচ্ছেদ্য অঙ্গ। খেলাধূলার প্রাথমিক উদ্দেশ্য হল শরীর এবং মানসিক গঠন সুস্থভাবে বৃদ্ধি করা। খেলাধূলার মাধ্যমে শুধু শারিরীক পরিবর্তন ঘটে তা নয়, মানসিক পরিবর্তনও ঘটে।