৪১ হাত উঁচু বজরংবলী পুজো পাচ্ছেন বালুরঘাটের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ভুষিলা গ্রামে।

0
81

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ৪১ হাত উঁচু বজরংবলী পুজো পাচ্ছেন বালুরঘাটের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ভুষিলা গ্রামে। দশ বছর ধরে ওই পুজো ওই গ্রামে হয়ে এলেও, এবারের রাম মন্দির উদ্বোধনের আবহে সেই পুজো যেন বাড়তি মাত্রা পেয়েছে। ওই মন্দির চত্বরকে কেন্দ্র করে এবারে বসেছে বিরাট গ্রাম্য মেলা। পাশাপাশি এলাকায় পুজিত হচ্ছেন রামসীতার লক্ষণেরাও। এবারের মেলা চলবে সাতদিন ধরে। মনোমুগ্ধকর সাজ ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পূজা প্যান্ডেল। সন্ধ্যা নামলেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাম যাত্রা, রামায়ন পাঠ হয়। চলে গভীর রাত পর্যন্ত।
পূজা উদযাপন কমিটির সম্পাদক উজ্জ্বল দাস জানান, ৪১ হাত উচ্চতার এই উচ্চতার হনুমান বা বজরংবলির বিগ্রহটির পুজোকে কেন্দ্র করে আসপাশ এলাকার কয়েক হাজার মানুষ প্রতিদিন মেলায় যাতায়াত করেন।