মানিকপুর আদর্শ বিদ্যাপীঠ স্কুলে হয়ে গেল বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

0
50

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:- মানিকপুর আদর্শ বিদ্যাপীঠ স্কুলে হয়ে গেল বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দেখতে দেখতে ৫২ তম বছর পদার্পণ করলো ক্রীড়া প্রতিযোগিতা ও বাৎসরিক অনুষ্ঠান মানিকপুর আদর্শ বিদ্যাপীঠ স্কুলের। বছরে এই দিনটার জন্য ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীর সঙ্গে যুক্ত সকল কর্মী বৃন্দ অপেক্ষায় থাকেন এই সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠানের জন্য। প্রতিবছরের মত এ বছরেও ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করলো এবং ক্রীড়া প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনের মাধ্যমে তারা এই দিনটিকে আরো প্রাণবন্ত করে তুলল। শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় ছাত্রছাত্রীরা নৃত্য পরিবেশন, আবৃতি, নাটক এবং সমবেত সঙ্গীতে অংশগ্রহণ করল। পরিশেষে শিক্ষক-শিক্ষিকারাও সমবেত সংগীত পরিবেশন করলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল, হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নাসিমা বেগম কাজী, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ তপন পাল, স্কুলের প্রাক্তন টিচার ইনচার্জ মদন মোহন সামন্ত, স্কুল পরিচালন কমিটির সভাপতি কৃষানু কর,পঞ্চায়েত সদস্য আনসারুল ইসলাম মোল্লা, সমাজসেবক সূর্য কর, অলক মন্ডল, মৃত্যুঞ্জয় নস্কর, গোপাল চন্দ্র বৈদ্য সহ স্কুল পরিচালন কমিটির সদস্য । সমগ্র অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক সুপ্রভাত সদ্দার এছাড়াও স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা সহযোগী কর্মীবৃন্দরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং পূর্ণ সহযোগিতায় হাত বাড়িয়ে দেন। ক্রীড়া প্রতিযোগিতায় উত্তীর্ণ কৃতি ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা। স্কুল মাঠ প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতন।