আবর্জনা জঞ্জালের মধ্যে রয়েছে বহু প্রাচীন রথ, দূষিত হচ্ছে এলাকা হেলদোল নেই পৌর কতৃপক্ষের।

0
84

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  রানাঘাট পৌরসভার ১৯ নাম্বার ওয়ার্ড। পৌরসভার এই এলাকাটির নাম রথতলা। সুপ্রাচীন রথের উৎসব ঘিরে এই এলাকাটির নাম হয়েছে রথ তলা। রানাঘাট রথ তলা একটি নামকরা জায়গা রথের উৎসবের জন্য। আজ সেই রথতলার অন্যতম রথ রয়েছে জঞ্জাল এর মধ্যে। দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন এলাকার মানুষ। বারংবার পৌরসভা কে জানিও কোন নজরদারি নেই। এলাকার মানুষের অভিযোগ স্থানীয় কাউন্সিলর প্রত্যহ দিন বিষয়টি দেখেও নজরদারি করে না। সাধারণ মানুষের অভিযোগ উন্নয়নের জন্য ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম তার বিনিময়ে আমরা বঞ্চনার শিকার। যেখানে ভগবান জগন্নাথ দেবের রথ রয়েছে জঞ্জালে সেখানে সাধারণ মানুষ কোথায় থাকবে সেই নিয়ে উঠছে প্রশ্ন?? যদিও এ প্রসঙ্গে রানাঘাট পৌরসভার পক্ষ থেকে কোন উত্তর না মিললেও পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান পার্থসারথী চট্টোপাধ্যায় বলেন, তিনি যখন চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তখন ওই অঞ্চলটির এই পরিস্থিতি ছিল না। এর আগে তিনি একাধিকবার সংস্কার করেছিলেন রথের, এখন তিনি আর পৌরসভার চেয়ারম্যান নেই অর্থাৎ সম্পূর্ণটি বিষয় এখন বর্তমান চেয়ারম্যানের দেখা উচিত।