পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আবারো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লক এলাকা থেকে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের নাম নথি ভুক্তকরণ করল। কোলাঘাট ব্লকের অন্তর্গত বলিশ্বর গ্রামে মাত্র ১ বছর ১০ মাস বয়সীর আরাধ্যা পন্ডিত নাম তুল্য ইন্ডিয়া বুক অফ রেকর্ড এ। এই বয়সেই একাধিক গান, নাচ আবৃত্তি, পশু পাখির ডাক, সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ সম্বন্ধে জ্ঞান সহ একাধিক বিষয়ে পারদর্শী ছোট্ট আরাধ্যা সহজেই খেলার ছলে অবলিলাক্রমে বলে দিতে পারে।পরিবারের মা-বাবা ঠাকুমার দাদুর সাহচর্যে এই সম্বন্ধে সহজেই রক্ত করতে শিখেছে ছোট্ট আরাধ্যা। বাবা সোমনাথ পন্ডিত পেশায় শিক্ষকতা করেন এবং মা অনিমা পন্ডিত পাঁশকুড়া হাসপাতালের নার্সের কাজের সাথে যুক্ত। বাবা মায়ের কথা অনুযায়ী ছোট্ট আরাধ্যা মাত্র এক বছর বয়স থেকেই ভালো ভাবে কথা বলতে পেরেছে, তারপর থেকে মা-বাবা দাদু ঠাকুমার কাছ থেকে বিভিন্ন রকম কবিতা, গান, শরীরের বিভিন্ন অংশের নাম সহ একাধিক বিষয়ে তাকে যা যা শোনাতো তা সহজেই রপ্ত করতে পারতো এবং তা আপন মনে বলতে থাকতো। ছোটবেলা থেকে তার এই প্রতিভা পরিবারের নজরে আসে। জানুয়ারি মাসের প্রথম দিকে আরাধ্যার বাবা ইন্ডিয়া বুক অফ রেকর্ডে এ নাম নথিভুক্ত করনের জন্য আবেদন করেন। কিছু দিনের মধ্যেই ইন্ডিয়া বুক অব রেকর্ডস এর পক্ষ থেকে জানানো হয় আরাধ্যার নাম নথিভুক্ত করা করা হয়েছে। অবশেষে ২৯ শে জানুয়ারি হাতে পাল ইন্ডিয়া বুক অব রেকর্ড এর পুরস্কারটি। শংসাপত্র, সুদৃশ্য পেন, মেডেল তুলে দেওয়া হয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর পক্ষ থেকে। মাত্র এক বছর দশ মাসের এই ছোট্ট আরাধ্যার প্রতিভার ফল স্বরূপ তার এই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর পুরস্কার প্রাপ্তিতে রীতি মতো খুশির হাওয়া বলিশ্বর গ্রামের মানুষ জন সহ তার পরিবার।