মাধ্যমিক পরীক্ষার আগে ছাত্র-ছাত্রীদের মনোবল বাড়াতে অভিনব উদ্যোগ তৃণমূল কাউন্সিলরের।

0
47

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মাধ্যমিক পরীক্ষার আগে ছাত্র-ছাত্রীদের মনোবল বাড়াতে অভিনব উদ্যোগ তৃণমূল কাউন্সিলরের। একদিকে যেমন পাড়ায় সমাধান কর্মসূচি করছে তৃণমূল, অন্যদিকে তৃণমূল কাউন্সিলর তার ওয়ার্ডের পাড়ায় পাড়ায় গিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্যাডবেরি পুষ্পস্তবক খাতা পেন্সিল সহ অন্যান্য সামগ্রী দিয়ে মনোবল বাড়ালেন। নদীয়ার শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক বলেন, এই কর্মকাণ্ড নতুন কিছু নয়, প্রায় দশ বছর ধরে পরীক্ষার আগে একইভাবে এই কর্মসূচি করে আসছেন তিনি। তবে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপুরে প্রবেশ নিয়ে কাউন্সিলর বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে শিক্ষাক্ষেত্রে যে আমল পরিবর্তন নিয়ে এসেছেন তার উদাহরণ যেমন কন্যাশ্রী প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যা শিক্ষা ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের শক্ত ভীত বললেই চলে। আগামী দিনও ছাত্র-ছাত্রীদের মনোবল বাড়াতে এই কর্মসূচি পালন করার ইচ্ছে রয়েছে তার।