দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মিড ডে মিল সংক্রান্ত বিভিন্ন সমস্যার অতি দ্রুত সমাধানে বালুরঘাটে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাসকের নিকট ডেপুটেশন দিলো। বৃহস্পতিবার বিকেলে স্কুল আওয়াড়ের পর দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে প্রশাসনিক ভবন চত্তরে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির বেশ কিছু সদস্য বিক্ষোভ প্রদর্শন করে। এদিন বিক্ষোভ চলাকালীন সমিতির জেলা সম্পাদক শংকর ঘোষ বলেন স্কুলের মিড ডে মিলকে আমরা অবশ্যই সমর্থন করি কিন্তু স্কুলের শিক্ষা সংক্রান্ত মূল বিষয় পঠন পাঠন অবজ্ঞা করে কখনোই নয়। তিনি বলেন সম্প্রতি মিড ডে মিল দপ্তর থেকে যে সব তথ্য পঠন পাঠন চলাকালীন নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুল থেকে দিতে বলা হচ্ছে সেই সময় স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তথ্য পাঠানো সম্ভব নয়। এটাতে অবশ্যই ছাত্র ছাত্রীদের প্রতি শিক্ষার বঞ্চনা হবে। তিনি আরো বলেন আমাদের জেলার তিন দিকেই সীমান্তে কাঁটাতার সংলগ্ন বহু বিদ্যালয় আছে। সেই সব বিদ্যালয় থেকে অ্যাপের মাধ্যমে তথ্য পাঠানো সম্ভব নয় মোবাইল নেটের সমস্যার দরুন। তিনি বলেন মিড ডে মিলের জন্য আলাদা করে কর্মী নিয়োগ করে বা স্বনির্ভর দলের মাধ্যমে চালানো হোক। মিড ডে মিল থেকে শিক্ষক শিক্ষিকাদের অব্যাহতি দেওয়া এবং বাজারে সঙ্গে সঙ্গতি রেখে মিড ডে মিলের বরাদ্দ অতি দ্রুত বৃদ্ধি করতে হবে। এদিন পাঁচ জন শিক্ষক প্রতিনিধিকে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়ার জন্য প্রশাসন থেকে অনুমোদন দেওয়া হয়। শিক্ষক নেতৃত্ব বলেন তাদের দাবি না মানলে শিক্ষার স্বার্থে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে।
Home রাজ্য উত্তর বাংলা মিড ডে মিল সংক্রান্ত বিভিন্ন সমস্যার অতি দ্রুত সমাধানে বালুরঘাটে নিখিল বঙ্গ...