দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- এখনও লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে। শুরু হয়েছে দল ভাঙ্গা গড়ার খেলা। কোথাও তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করছে, আবার কোথাও বিজেপি থেকে তৃণমূলে। দুবরাজপুর বিধানসভার খয়রাশোলে সিপিআইএম ও বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান করে শতাধিক পরিবার বলে দাবি তৃণমূলের। অন্যদিকে এই বিধানসভার দুবরাজপুর পৌর শহরে ৮ নম্বর ওয়ার্ড ও ১০ নম্বর ওয়ার্ড থেকে ২০ টি সংখ্যালঘু পরিবারের শতাধিক তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করলো বলে দাবি বিজেপির। বিজেপির সংখ্যালঘু সেলের মহিলা মোর্চার সহ সভাপতি রুবিনা বিবির নেতৃত্বে এই যোগদান বলে বিজেপি সূত্রে খবর। এদিন সন্ধ্যায় দুবরাজপুরের বিজেপির দলীয় অফিসে তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা। সঙ্গে ছিলেন বীরভূম জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটুন নন্দী, সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মোতাহার হোসেন খান, সংখ্যালঘু সেলের মহিলা মোর্চার জেলা সহ সভানেত্রী রুবিনা বিবি, কো কনভেনার সত্যপ্রকাশ তেওয়ারি, শহর সভাপতি করুণাময় মুখার্জি সহ আরও অনেকে।