পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- চাঞ্চল্যকর ঘটনা গলসিতে। স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ।
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসি ২ ব্লকের ভুঁড়ি অঞ্চলের কালী মোহনপুর গ্রামে।
জানাগেছে ৬২ বছরের সন্তোষ মজুমদার পেশায় একজন কাঠ মিস্ত্রি। তার বাড়ির কাছেই একটা কাঠের দোকান আছে।
এদিন সকাল ৯ টা নাগাদ দোকানে গিয়ে স্বামীর সাথে বচসায় জড়িয়ে পড়ে তার স্ত্রী শ্রীমতী মুজমদার। এবং বচসার জেরে ভারী কোনো বস্তু দিয়ে স্বামীর মাথায় আঘাত করে, ফলে মৃত্যুও হয় স্বামী সন্তোষ মজুমদারের বলে এলাকাবাসীদের অনুমান।
মৃত সন্তোষ মজুমদারের কন্যা শর্মিলা বিশ্বাস জানান ,প্রায়ই মা, বাবার উপর অত্যাচার চালাতো। মায়ের অত্যাচারে বিবাহিত কন্যা শুশুর বাড়ি থেকে বাবা – মা র কাছে ঘুরতেও আসতোনা। বাবা কে হত্যা করেছে তার মা, এমনি দাবি করেন তাদের কন্যা শর্মিলা বিশ্বাস। এবং তিনি তার মায়ের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন।
‘স্ত্রীর হাতে স্বামী খুন’ এই ঘটনা এলাকায় চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে। খবর যায় গলসি থানায়। গলসি থানার পুলিশ মৃত দেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্ত্রীকে পুলিশ আটক করে নিয়ে যায়।
খবর পেয়ে এলাকায় হাজির হন স্থানীয় পঞ্চায়েত প্রধান সুবোধ ঘোষ। তিনি বলেন মৃত সন্তোষ মজুমদার একজন সহজ সরল মানুষ ছিলেন। এবং অভিযুক্ত স্ত্রীও অঙ্গনওয়ারীর একজন সহ কর্মী তাই এই ঘটনায় স্ত্রীর নৃশংস ভাবে স্বামী হত্যার বিষয়ে তিনি পূর্ণ তদন্তের দাবী জানান।