নিজস্ব সংবাদদাতা, মালদা–ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রবিবার সকাল দশটা নাগাদ নৃশংসভাবে খুন হওয়া ছাত্রীর বাড়িতে জান এবং পরিবারের সঙ্গে কথা বলেন।দশ বছরের নাবালিকা স্কুলছাত্রীকে নারোকীয় হত্যার ঘটনায় পরিবারের যেমন ক্ষতি হল, তেমনই ক্ষতি হল সমাজেরও।তারপর সেখান থেকে বেরিয়ে পুরাটলি দলীয় মালদা জেলা কার্যালয়ে এসে সাংবাদিক বৈঠক করেন।রবিবার মালদায় এসে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে একযোগে তৃণমূল এবং কংগ্রেসকে বিধলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
Home রাজ্য উত্তর বাংলা দশ বছরের নাবালিকা স্কুলছাত্রীকে নারোকীয় হত্যার ঘটনায় পরিবারের যেমন ক্ষতি হল, তেমনই...