নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সম্প্রতি কয়েকদিন আগে নদীয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত ভালুকা রোডে টোটো এবং অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন টোটো চালক শ্যামল সেন। স্ত্রী সান্তনার অভিযোগ অনুযায়ী তার স্বামীর চিকিৎসার জন্য কোন খরচই দেননি ওই অটোচালক। অথচ সেদিন হাসপাতালে ভর্তি করার সময়ও অটো ইউনিয়নের সদস্যরা ছিল তার পরবর্তীকালে আর খোঁজ-খবর নেননি তাই বাধ্য হয়েই আজ ভালুকা রোডে সকাল থেকে যাওয়া প্রায় আনুমানিক ৩০ টি অটো তারা টোটো ইউনিয়নের পক্ষ থেকে এবং এলাকাবাসীদের পক্ষ থেকে আটকে দেন। তাদের দাবি চিকিৎসা খরচ দিলে তবেই মিলবে যাতায়াতের অনুমতি। বাধ্য হয়েই অটো ইউনিয়নের সমস্ত সদস্যরা একত্রিত হয়ে খবর দেন শান্তিপুর থানায় । পুলিশ প্রশাসন আসার আগেই দু পক্ষের মধ্যে বাঘ বিতোন্ডা চরমে পৌঁছায়। পুলিশ এসে মধ্যস্থতা করে আজ বিকালে তাদের পার্টিতে একটি আলোচনার ব্যবস্থা করলে কিছুটা নিয়ন্ত্রণে আসে বিক্ষোভ। অটো চালকদের পক্ষ থেকে অবশ্য বিষয়টি অস্বীকার করে বলা হয় তারা সেই দিন থেকে এখনো পর্যন্ত নিয়মিত চিকিৎসা করিয়ে গেছেন সেই সমস্ত বিল এবং প্রমাণপত্র তাদের কাছে রয়েছে। অথচ আজ সকাল থেকে প্যাসেঞ্জার মাঝপথে নামিয়ে দেওয়া হলে একদিকে যেমন যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন অন্যদিকে তারা সারাদিন বেরোজগার হয়ে থাকলেন।
এলাকার বিজেপি মেম্বার টুম্পা সাঁতরা বলেন, অটো হোক বা টোটো দুটোই তৃণমূলের সংগঠন নিজেরা নিজেরা মারামারি করে। তবে জনপ্রতিনিধি হিসেবে আমার এলাকার আহত টোটো চালককে চিকিৎসা খরচ দিক এটা আমি চাই। তবে বিষয়টি অনেক আগেই নিষ্পত্তি করা সম্ভব হতো।
Home রাজ্য দক্ষিণ বাংলা দুর্ঘটনায় আহত টোটো চালকের চিকিৎসা খরচ না দেওয়ার অভিযোগে শান্তিপুর ভালুকা রোডে...