ফালাকাটায় দলীয় কর্মী সভায় যোগ দিতে এসে সংবাদমাধ্যমের কাছে বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

0
58

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রবিবার আলিপুরদুয়ারের ফালাকাটায় দলীয় কর্মী সভায় যোগ দিতে এসে সংবাদমাধ্যমের কাছে বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, পিছিয়ে পড়া আলিপুরদুয়ার জেলার জন্যে গত বারো বছরে যে ধরনের উন্নয়ন করেছে রাজ্য সরকার, সেই সাফল্যকে হাতিয়ার করেই আসন্ন লোকসভা নির্বাচনে জেলায় ভালো ফলাফল করবে তৃণমূল কংগ্রেস। এছাড়াও তিনি বলেন যে, যেহেতু খোদ মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি আগামী ২১ ফেব্রুয়ারি ২১ লক্ষ শ্রমিকের বকেয়া থাকা একশো দিনের কাজের মজুরি মিটিয়ে দেবেন, তখন তিনি ভাবনা চিন্তা করেই বলেছেন, এখানে বিরোধীদের এতো লাগছে কেনো? কেন্দ্র যে অন্যায় ভাবে টাকা আটকে রেখেছে, তা নিয়ে বিজেপি সিপিএম তো একটাও প্রতিবাদ করেনি। ফলে এখানে ওদের কোনো ভূমিকা নেই। মুখ্যমন্ত্রী নিশ্চই অর্থ মন্ত্রকের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছেন।এছাড়াও তিনি বলেন, নতুন পুরসভা গুলির আর্থিক সংকট আর থাকবে না। আমরা দ্রুত সব সমস্যার সমাধান করে দেবো। জেলা পরিষদের সঙ্গে আলোচনা করে ফালাকাটা পুরসভার নতুন ভবনের কাজও দ্রুত শুরু করা হবে।