নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ- কাঁপুনি দিয়ে জ্বর। বালুরঘাট জেলা হাসপাতালের বেডে বসেই মাধ্যমিক পরীক্ষা দিল এক পরীক্ষার্থী। এমূহূর্তে কিছুটা সুস্থবোধ করলেও, পরবর্তী পরীক্ষা কোথা থেকে দেবে তা এখনি স্পষ্ট করতে পারলনা পরীক্ষার্থী ও তার পরিবার।
জানা গিয়েছে, বালুরঘাট নালন্দা বিদ্যাপীঠের ছাত্র রহিত কিস্কু। তার পরীক্ষার সিট পরেছিল বালুরঘাট উচ্চ বিদ্যালয়ে। এদিন তার ইতিহাস পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে যাওয়ার মুহূর্তে তার কাঁপুনি দিয়ে জ্বর আসে। পরিবারের লোকজন স্কুল কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করে। এরপরেই এদিন রহিতকে বালুরঘাট জেলা হাসপাতালের মেল মেডিক্যাল ওয়ার্ডে ভর্তি করে পরীক্ষার ব্যবস্থা করা হয়।
রোহিতের মা পঞ্চ পাহান জানান, পরীক্ষা ভাল হয়েছে। অনেকটায় সুস্থ। তবে পরবর্তী পরীক্ষাগুলি হাসপাতাল নাকি বিদ্যালয় থেকে দেবে তা এখনি স্থির করতে পারেননি তারা।