নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মাঠে খো খো অনুশীলনকে কেন্দ্র করে উত্তেজনা। রবিবার দুপুরে ওই মাঠে খো খো অনুশীলন করছিলেন জাতীয় স্তরের খো খো খেলোয়াড় মৌমিতা সরকার, মুখ্যমন্ত্রীর হাত থেকে খেলাশ্রী সম্মান পাওয়া রাজ্যস্তরের খেলোয়াড় বিক্রম শীল সহ প্রায় জনা তিরিশ খুদে খোখো খেলোয়াড়। অভিযোগ, মাঠের পাশে থাকা একটি ক্লাবের পক্ষ থেকে প্রায় ২০ জন যুবক ওই সময় এসে খো খো কোর্টের ৬ টি পোল কুড়ুল, শাবল দিয়ে ভেঙে উপড়ে নেয়। বাধা দিতে গেলে রাজ্য স্তরের খেলোয়াড়দের ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। আক্রান্ত হয় খুদে খেলোয়াড়রাও। রবিবার রাতে কুপার্স ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। সোমবার সকালে ঘটনাস্থলে আসে পুলিশ। প্রতিবাদে ওই ক্লাবের ক্রীড়া সম্পাদক পদত্যাগ করেছেন।