নিজস্ব সংবাদদাতা, মালদা:- মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মালদহ জেলাতে এসে বলেছিলেন পাড়াতে পাড়াতে সমস্যা সমাধানের জন্যে যে ক্যাম্প চালু হয়েছে সেই ক্যাম্পে মানুষ যেন আরো বেশী করে আসেন সেটা দেখতে হবে জেলা প্রশাসনকে। ইতিমধ্যে জেলা জুড়ে যে সমস্যা সমাধানের ক্যাম্প চালু রয়েছে সেখানে প্রায় তিন লক্ষ মানুষ তাঁদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে আবেদন জমা করেছেন। ইতিমধ্যে আবেদন করা পঞ্চাশ শতাংশ মানুষের সমস্যা সমাধান করা হয়ে গিয়েছে জানালেন মালদহের জেলা শাসক নীতিন সিংহানিয়া। অন্যদিকে এই সমস্যা সমধান ক্যাম্পে সাফল্যের নিরিখে গোটা রাজ্যের মধ্যে মালদহ জেলা প্রথম স্থানে রয়েছে। জেলা শাসক বলেন চাষের মরশুম বলে অনেকে দিনের বেলা ক্যাম্পে আসতে পারছেন না এবার থেকে সন্ধ্যা রাতেও ক্যাম্প চলবে। উল্লেখ্য আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এই সমস্যা সমাধান ক্যাম্প চলবে।
Home রাজ্য উত্তর বাংলা ইতিমধ্যে আবেদন করা পঞ্চাশ শতাংশ মানুষের সমস্যা সমাধান করা হয়ে গিয়েছে জানালেন...