গাজোলে গুলি কান্ডে ধৃত এক।

0
55

নিজস্ব সংবাদদাতা, মালদা:—গাজোলে গুলি কান্ডে ধৃত এক। গাজোল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গাজোল ব্লক ও ইটাহার ব্লকের বর্ডার ময়না এলাকা থেকে গাজোলের রশিদপুর এলাকায় জাতীয় সড়কে এক ডিলারের কর্মচারীর গুলি কাণ্ডে এক দুষ্কৃতি কে গ্রেফতার করল গাজোল থানার পুলিশ । আজ ওই দুষ্কৃতিকে মালদা জেলা আদালতে পাঠায় গাজোল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ওই দুষ্কৃতির নাম খোদা বক্স বয়স ৩২ তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার নামনিয়া এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে গাজোল থানার পুলিশ জোর কদমে তদন্ত চালাচ্ছেন। পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে গাজোল থানা এবং ইটাহার থানার বর্ডার এলাকা ময়না থেকে গতকাল রাত সাড়ে নয়টা নাগাদ ঐ ব্যক্তিকে গ্রেফতার করেন ।আজ তাকে মালদা জেলা আদালতে পাঠায় গাজোল থানার পুলিশ। ১০ দিনের হেফাজতের আবেদন জানাবেন আদালতে গাজোল থানার পুলিশ । উল্লেখ্য বৃহস্পতিবার গাজোলের রশিদপুর জাতীয় সড়কে দুষ্কৃতির গুলিতে গাজোল এক মদের দোকানের ডিলারের কর্মচারী মৃত্যু হয় । এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায় । ঘটনায় আহত হয় আরো একজন। বর্তমানে আহত যুবক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে গুলিবিদ্ধ হয়ে মৃত ব্যক্তির নাম চিন্ময় বারুই। অন্য দিকে ঘটনায় আহত আরো এক যুবকের নাম প্রসেনজিৎ মোদি। তাদের বাড়ি গাজোল থানার হরিদাসপুর এলাকায়।