নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৭ ফেব্রুয়ারী ———- এটিএম জালিয়াতি চক্রের হদিশ দক্ষিণ দিনাজপুরে, গ্রেফতার এক। মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পতিরাম থানার ইন্দ্রা এলাকায়। ধৃতের কাছ থেকে নগদ সাত লক্ষ টাকার পাশাপাশি সতেরো টি বিভিন্ন ব্যাঙ্কের এটিএম কার্ড, এগারোটি সিমকার্ড, দুটি প্যানকার্ড সহ একটি মিনি এটিএম সোয়াইপ মেশিন উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম গোলাম মন্ডল। বাড়ি পতিরামের গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রা এলাকায়। ওইদিন রাতে একটি গোপন সুত্রের খবর পেয়ে তার বাড়ি থেকে অভিযুক্ত গোলামকে গ্রেফতার করেছে পতিরাম থানার পুলিশ। বুধবার ধৃত গোলামকে ১৪ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বালুরঘাট জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোবাইলে ফাঁদ পেতে দীর্ঘদিন ধরে অভিযুক্ত গোলাম মন্ডল সাধারণ মানুষের একাউন্ট ও এটিএম হ্যাক করে টাকা তুলছিল। পতিরামের ইন্দ্রা এলাকায় নিজের বাড়িতে বসে থেকেই একাজ চালাচ্ছিল অভিযুক্ত বলেও অনুমান পুলিশের। মঙ্গলবার রাতে একটি গোপন সুত্রের খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। যার কাছ থেকেই নগদ সাত লক্ষ টাকা, বিভিন্ন ব্যাংকের সতেরোটি এটিএম কার্ড, এগারোটি সিম কার্ড এবং একটি মিনি এটিএম সোয়াইপ মেশিনও উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান গোলাম মন্ডল নামে ওই অভিযুক্ত এটিএম জালিয়াতি চক্রের একজন সক্রিয় সদস্য। যার পিছনে বড়সড় কোন চক্র রয়েছে। যাদের খুজতেই এদিন ধৃত ব্যক্তিকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ঘটনার তদন্তে নেমেছে।