নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নিয়মিত চাষের জমিতে চাষাবাদ করে পঞ্চায়েত সামলাচ্ছেন বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান। গ্রামেই জন্ম,, ১৫ বিঘা চাষের জমিতে চাষ আবাদ করেই জীবনযাপন নির্বাহ। কিন্তু রাজনীতিতে এসে হঠাৎই ছন্দপতন। গত পঞ্চায়েত নির্বাচনে গ্রামের মানুষের রায়ে পঞ্চায়েত প্রধানের দায়িত্ব পান নদীয়ার শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের বর্তমান বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান শ্যামল ঘোষ। এর আগে ওই পঞ্চায়েত তৃণমূল পরিচালিত ছিল, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে এখন সামলাচ্ছেন পঞ্চায়েত। শ্যামল ঘোষ তার কথায় তিনি এখনো চাষাবাদ করেন, প্রতিদিনই সময় মতো পঞ্চায়েত অফিসেও যান। এরপর সাধারণ মানুষের সুবিধা অসুবিধারও খোঁজ নেন। কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠতে হয় তাকে, কারণ চাষ করতে তাকে মাঠে যেতেই হয়। তবে ওই পঞ্চায়েতের বিজেপি সমর্থিত মানুষদের দাবি, পঞ্চায়েত গঠন হওয়ার পর থেকে পঞ্চায়েত প্রধান কোন কিছুতেই নিরাশ করেনি তাদের। হয়তো আগের তুলনায় পরিশ্রম তার একটু বেড়ে গেছে, কিন্তু তাতে পঞ্চায়েতের পরিষেবার ক্ষেত্রে আজও কোনদিনই বিঘ্ন ঘটেনি। পঞ্চায়েত প্রধান হয়েও সাধারণ মানুষের মতো তার সাথে মেলামেশা করে গোটা গ্রামের মানুষ। তখন ভালই লাগে পঞ্চায়েতের এত বড় দায়িত্ব সামলাচ্ছেন যে মানুষ আবার চাষের জমিতে নেমে চাষের কাজও করছেন।