পুরুলিয়া, নিজস্ব সংবাদদাতা:- জয়প্রকাশ জনতা দল এর সমগ্র পশ্চিম বঙ্গ ব্যাপি যে “জনসংযোগ,প্রচার অভিযান”
কর্মসূচি চলছে তার অঙ্গ হিসাবে আজ পুরুলিয়া জেলায় তা শুরু হয়েছে।
মহান স্বাধীনতা সংগ্রামী,বাংলা ভাষা,এবং পুরুলিয়া জেলাকে বাংলার অন্তর্ভুক্ত করার মহান সংগ্রামী দের অন্যতম,অতুল চন্দ্র ঘোষ, লাবন্যাপ্রভা দেবী,(প্রথম পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের মহিলা বিধায়ক) পুরুলিয়া রেল স্টেশন এর নিকটে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন,ও মূর্তিতে মাল্যদান, আধুনিক বাংলা ভাষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এর মূর্তিতে মাল্যদান,শ্রদ্ধাঞ্জলী নিবেদন,প্রাক্তন সাংসদ,মহান স্বাধীনতা সংগ্রামী ভজহরি মাহাতো মহাশয়, লোক সেবক সঙ্ঘের অন্যতম প্রতিষ্ঠাতা,মহান স্বাধীনতা সংগ্রামী বিভূতিভূষণ দাশগুপ্ত মহাশয় দের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন এর মধ্যে দিয়ে জয়প্রকাশ জনতা দল এর জনসংযোগ,প্রচার অভিযান শুরু হয়।
বিষয় ,দলতন্ত্র মুক্ত প্রশাসন,আইনের শাসন,সমতা মূলক উন্নয়ন,
মাদমুক্ত, হিংসা মুক্ত বাংলা গঠন।
এই প্রচার পত্র প্রকাশ করেন জয়প্রকাশ জনতা দল এর রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অশোক দাস।
পুরুলিয়া শহরের বিভিন্ন স্থানে এই প্রচার পত্র জনসাধারন এর হাতে তুলে দেন।জেলা সভাপতি,পুরুলিয়া জেলা,সুনীল মাহাতো, সাথে ছিলেন রাজ্য পারিসদ সদস্য সুভাষ মাহাতো,জেলা সম্পাদক মন্ডলীর,জিতেন মুখার্জী,পূর্ণচন্দ্র মাহাতো, লক্ষী কান্ত মাহাতো, শঙ্কর রজক, সহদেব মাহাতো,প্রকাশ মাঝি,লাল মোহন মাহাতো সহ জয়প্রকাশ জনতা দল এর জেলা নেতৃত্ব।
এই মহান স্বাধীনতা সংগ্রামী দের অসম সাহসী সংগ্রাম এর বিষয় এ বক্তব্য রাখেন জয়প্রকাশ জনতা দল এর রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অশোক দাস।
জয়প্রকাশ জনতা দল এর পক্ষ থেকে,প্রচারক ,কৃষ্ণপ্রসাদ সেন,শ্যামল মুখার্জী,দিবাকর দত্ত,দুখু রাউত,মানিক দাস, কালিশেখর মাহাতো,ফনি মাহাতো,উদায়ভান পাঠক।