পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বেশ কয়েক দফা দাবি নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের কাছে ডেপুটেশন প্রদান করতে যান বর্ধমান বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্র এবং ছাত্রীরা। তারপরই হঠাৎই বেধে যায় ঝামেলা। উত্তেজিত হয়ে পড়ে বর্ধমান বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্র এবং ছাত্রীরা। তারা অভিযোগ করে বলে, রেজিস্টার এবং কিছু বইরাগত ছাত্র তাদের মারধর করেছে। ধাক্কা মেরে ফেলে দিয়েছে। যদিও ছাত্রদের এই অভিযোগ একেবারে নস্যাৎ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় রেজিস্টার সুজিত কুমার চৌধুরী। বর্ধমান বিশ্ববিদ্যালয় আইন বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্র বলেন, বেশ কিছু দাবি নিয়ে আমরা রেজিস্টার সাথে দেখা করতে চেয়েছিলাম। দীর্ঘদিন ধরে আমাদের আইন বিভাগের ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং শিক্ষিকাদের বহিরাগত কিছু ছাত্রের অত্যাচারে হেনস্থা হতে হচ্ছে। বহুবার রেজিস্টার কে জানানো হলেও তিনি কোন পদক্ষেপ গ্রহণ করেননি। শুধুমাত্র ছাত্র-ছাত্রীরা নয় শিক্ষক শিক্ষিকারাও বারবার অভিযোগ করেছেন। অন্যদিকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সুজিত কুমার চৌধুরী বলেন, আমার সাথে সাক্ষাতের কোন সময় না নিয়েই ছাত্র-ছাত্রীরা দেখা করতে এসেছিল। কিন্তু যেহেতু যেহেতু ছাত্ররা তাদের সমস্যার কথা আমাকে জানাতে এসেছে তাই আমি তাদের কথা শুনতে চেয়েছিলাম। অনেক ছাত্র-ছাত্রী আসার জন্যই বলেছিলাম ৪ থেকে ৫ জন আমার ঘরে এসো এবং তোমাদের সমস্যার কথা আমাকে জানাও। যদিও ছাত্র এবং ছাত্রীরা সবাই আসার জন্য হৈচৈ করতে থাকে। আমার নিরাপত্তারক্তি তাদের বারবার বারণ করলেও তারা কোন কথায় কান দেয় না। তারপর আমি যখন উঠে বাইরে যাই আমাকে ঠিলে ফেলে দেওয়ার চেষ্টা করে।
Home রাজ্য দক্ষিণ বাংলা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রদের ডেপুটেশন ঘিরে ধুমধুমার, ঘটনা স্থলে পুলিশ।