নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ – খুব দ্রুতই বালুরঘাট স্টেশন থেকে দেশের রাজধানী দিল্লি ও দক্ষিন ভারতের ব্যাংগালোর এবং উত্তরপুউরব ভারতের গৌহাটি অবধি ট্রেন চলাচল করার আশ্বাস সাংসদ সুকান্ত মজুমদারকে দিলেন স্বয়ং রেল মন্ত্রী অশ্বীনি বৈষনব।
গতকাল বিকেলে দিল্লিতে দক্ষিন দিনাজপুর বাসির দীর্ঘ দিনের এই দাবি রেলমন্ত্রী অশ্বিনী বৈষন্যব এর হাতে দেখা করে তুলে দিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। রেলমন্ত্রী এরপরেই পর পর দুবার সেরা সংসদ রত্ন পুরষ্কারে ভূষিত বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে এই দাবি দাওয়া যাতে দ্রুত বাস্তবায়ন করা যায় সেই আশ্বাস দেন। স্বয়ং রেলমন্ত্রীর কাছ থেকে দাবি পুরনের আশ্বাস পেয়ে খুশি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।তিনি জানান জেলাবাসির দীর্ঘ দিনের এই দাবি নিয়ে গতকাল রেলমন্ত্রীর সাথে দেখা করে তার হাতে দাবিসনদ তুলে দিয়েছি।রেলমন্ত্রী আশ্বাস দিয়েছেন বালুরঘাট স্টেশন থেকে দ্রুতই দুরপাল্লার ট্রেন চলাচল শুরু করবে রেল মন্ত্রক।সাংসদ সুকান্তের আরো দাবি যার ফলে শুধু বালুরঘাট নয় আগামী দিনে রেল যোগাযোগের ক্ষেত্রে দক্ষিন দিনাজপুর জেলা অনেকটাই এগিয়ে যাবে।
প্রসংগত এমনিতেই অমৃত ভারত উৎসবের আওতায় বালুরঘাট, গংগারামপুর, বুনিয়াদপুর স্টেশনে রেলের নানান উন্নয়ন মুলক প্রকল্পের কাজ রেলের তরফে হাতে নেওয়া হয়েছে।পাশাপাশি বিশেষ করে বালুরঘাট স্টেশনে সিক ও পিট লাইনের কাজ শেষ হয়ে যাওয়ার দরুন দ্রুত নতুন দুরপাল্লার ট্রেন চলাচলের ক্ষেত্রে আগের যে সিংগিল লাইন ও রক্ষানাবেক্ষনের প্রতিবন্ধকতা ছিল তা দ্রুততার সাথে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে একমাত্র সাংসদ সুকান্ত মজুমদারের তৎপরতায়। এছাড়াও তার উদ্যোগে দ্রুততার সাথে একলক্ষী থেকে বালুরঘাট পর্যন্ত বৈদ্যুতিক করনের কাজ শেষ হয়েছে বলা যায়।এমন কি সম্প্রতি এবারের রেল বাজেটে বালুরঘাট থেকে হিলি রেলপথ সম্প্রসারনের প্রকল্পের জন্য মোটা অংক বরাদ্দ করেছে রেল, ইতিমধ্যে হিলিতে তার শিল্যান্যাস করেছে সাংসদ সুকান্ত মজুমদার। তাই জেলাবাসির আশা সাংসদের এই ঐকান্তিক প্রচেষ্টা ও রেলমন্ত্রীর আশ্বাসের ফলে খুব দ্রুতই বালুরঘাট থেকে দিল্লি, ব্যাংগালোর ও অসম দুরপাল্লার ট্রেন চলাচল শুরু করবে।কেননা চলতি বছরের ১ জানুয়ারীতেই জেলাবাসি রেলের তরফে উপহার পেয়েছে বালুরঘাট থেকে শিয়ালদার মধ্যে নতুন এক্সপ্রেস ট্রেন, যা জেলাবাসির দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবি সাংসদ সুকান্তের উদ্যোগেই একমাত্র সম্ভব হয়েছে বলেই মনে করে জেলা বাসি।তাই স্বাভাবিক আজ রেলমন্ত্রীর আশ্বাসে খুশির হাওয়া জেলাবাসির মধ্যে।