সত্যানন্দ ইন্সটিটিউশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

0
50

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- শরীর ও মনকে ভালো রাখতে খেলাধূলার বিকল্প হয় না।খেলাধূলার মধ্যে রয়েছে শরীর চালনা যা ক্রমাগত শারীরিক দক্ষতা বাড়িয়ে তোলে। তাই খেলাধূলার মধ্য দিয়ে শরীরচর্চা করা একান্ত প্রয়োজন। কিন্তু বর্তমান সময়ে শিশু থেকে শুরু করে ছাত্রসমাজ, এমনকী যুব সমাজ অধিকাংশই খেলাধূলা বলতে বোঝে অনলাইন ভিডিও গেম। যা স্বাস্থের পক্ষে ক্ষতিকর যেমন, তেমনই মানসিক বিকাশের পথেও অন্যতম বাধা। তাই ছোটদের খেলার প্রতি আগ্রহ বাড়াতে এবং তাদের মাঠমুখী করতে দুবরাজপুরের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত সত্যানন্দ ইন্সটিটিউশনের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় স্কুল প্রাঙ্গণে। এদিন এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক তথা সত্যানন্দ ইন্সটিটিউশনের সম্পাদক স্বামী সত্যশিবানন্দ মহারাজ। এদিন উপস্থিত ছিলেন এই স্কুলের সহ সম্পাদক স্বামী মহাদ্রুপানন্দ মহারাজ, প্রিন্সিপাল দীপক পৈতণ্ডি সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নার্শারি থেকে অষ্টম শ্রেণির ২৭২ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। ১০০ মিটার দৌড়, চকলেট দৌড়, হাই জাম্প, লং জাম্প সহ মোট ২৪ টি ইভেণ্টে অংশ নেয় ছাত্রছাত্রীরা। প্রতিটি ইভেণ্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় এবং স্কুলের পক্ষ থেকে শংসাপত্রও প্রদান করা হয়।