নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট , দক্ষিণ দিনাজপুর ঃ- পরিবারের উপার্জনকারী সদস্য গত হয়েছেন!, ফলে সংসারের হাল ধরতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে অন্য সদস্যদের। তাই জাতীয় পরিবার প্রকল্পের অধীনে শুক্রবার বিকেলে সেইসব পরিবারদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হল বালুরঘাটে। পুরসভার উদ্যোগে শহরের ২৫টি ওয়ার্ডের মোট ৫৫ জন উপভোক্তা শিবিরে উপস্থিত হয়েছিলেন। তাদের এদিন ৪০ হাজার টাকা প্রতিকী চেক তুলে দেন উপস্থিত পুরপ্রধান অশোক মিত্র, এমসিআইসি মহেশ পারখ সহ একাধিক কাউন্সিলর। আগামী কয়েকদিনের মধ্যেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা চলে যাবে। উপভোক্তাদের মধ্যে অনেকের স্বামী মারা গিয়েছেন। কারও আবার পুত্র অকালে গত হয়েছেন। তাদের পক্ষে এই টাকা অনেক কাজে আসবে বলে তারা জানান। পুরপ্রধান অশোক মিত্র বলেন, ‘৬০ বছরের নিচে পরিবারের সদস্য গত হলে সংসার সামলাতে কষ্ট হয়। তাই তাদের এককালীন ৪০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। যেখানে মোট ২২ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বালুরঘাটে সভা মঞ্চ থেকে ২১ জনের একাউন্টে সেই টাকা দিয়েছিলেন। এদিন আরও ৫৫ জনকে দেওয়া হল।’ এক নম্বর ওয়ার্ডের উপভোক্তা বুলো ওরাও জানান, ‘স্বামী জীবিতকালীন অবস্থায় দীর্ঘদিন শ্রমিকের কাজ করেছেন। কিন্তু তিনি অসুস্থতা জনিত কারণে মারা যান। তারপরে সংসার চালাতে যথেষ্ট কষ্ট হচ্ছে। কিছুদিন আগে পুরসভায় আর্থিক সাহায্যের জন্য আবেদন করেছিলাম। এদিন আমাকে সেই আর্থিক সহায়তা করা হয়েছে।’
Home রাজ্য উত্তর বাংলা জাতীয় পরিবার প্রকল্পের অধীনে শুক্রবার বিকেলে পরিবারদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া...