নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়া জেলা সফরে এসে তাঁত শিল্পীদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভায় নজির বিহীনভাবে বাজেট পেশ হয়, যেখানে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি তাঁত শিল্পের উপর ও নজর দিয়েছে রাজ্য সরকার একাধিক প্রকল্পে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়। একইভাবে বরাদ্দ করা হয় তাঁত শিল্পের উপর ও। এই নিয়ে সারা বাংলা তাঁত শ্রমিক ইউনিয়নের সভাপতি তথা নদিয়া জেলার ভূমিপুত্র সনৎ চক্রবর্তী বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটাই বাস্তবায়িত হয়। বিধানসভায় বাজেট পেশ হওয়ার পর এটা সবাই বুঝে গেছে, আগামী দিনে তাঁত শিল্পীদের মুখে হাসি ফুটতে চলেছে, আর নতুন ছন্দে ফিরবে তাঁত শিল্প।
Home রাজ্য দক্ষিণ বাংলা তাঁত শ্রমিক ইউনিয়নের সভাপতি তথা নদিয়া জেলার ভূমিপুত্র সনৎ চক্রবর্তী বলেন, মাননীয়া...