নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ- পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় জখম এক মাধ্যমিক পরীক্ষার্থী। শনিবার মাধ্যমিক ভৌত বিঞ্জান পরীক্ষা। আলিপুরদুয়ারের কালচিনি হিন্দি হাই স্কুল মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে আসার সময় পথ দুর্ঘটনায় জখম হয় ওই ছাত্রী। জানা গিয়েছে, সে বাইকে করে পরীক্ষাকেন্দ্রে আসছিল। হটাৎই বাইক থেকে পড়ে গিয়ে জখম হয়। তার মাথায় চোট লাগে। স্থানীয়রা ও বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রীকে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে আসে, বর্তমানে ওই ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক।