পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গত ৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ছ’টার নাগাদ রূপনারায়ণে একটি পিকনিক দলের নৌকাডুবির ঘটনা ঘটে। একেই শীত কালের কনকনে ঠাণ্ডা, তারপর সন্ধ্যার অন্ধকার। নৌকায় হাওড়া লিচুবাগান এলাকার চড়ুইভাতি দল সহ মোট ১৭ জন ছিলেন। নৌকাডুবির পর ১২ জন কোন রকমে সাঁতরে পাড়ে উঠে এলেও এক শিশু ও কিশোর সহ পাঁচজন নিখোঁজ থেকে যায়। সরকারি উদ্ধারকারী দল উদ্ধারকাজ শুরু করেন। পরদিন সকালে ঘটনাস্থলের প্রায় দেড় কিলোমিটার দূর থেকে একজন মহিলার দেহ এবং আজ সকালে একজন নিখোঁজ সাত বছরের শিশুর মরদেহ ভেসে উঠলে সেটি উদ্ধার করা হয়। উদ্ধারকার্যে প্রসাশনিক উদ্যোগের পাশাপাশি কোলাঘাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থা সংকেতর উদ্যোগে রূপনারায়ণের বিস্তীর্ণ এলাকা জুড়ে নজর দারি এবং খানাতল্লাসির কাজ চলছে লাগাতার ভাবে।
এই সংস্থার পক্ষে জানানো হয়েছে,
এই নদীতে দিনে দুবার জোয়ার ভাটার স্রোত বয়ে যায়। এর আগে এই নদীজনীত নিখোঁজ ঘটনায়, ঘটনার বেশ কয়েকদিন পর প্রায় ৮/১০ কিলোমিটার দূর থেকে নিখোঁজ ব্যক্তিদের দেহ উদ্ধার সম্ভব হয়েছিল। তাই এই সংস্থার উদ্যোগে ঘটনাস্থল থেকে জশাড়, পানিত্রাস, ছাতিন্দা, কোলাঘাট এবং তমলুক পর্যন্ত নদী তীরবর্তী এলাকার মানুষ জন, দূরপাল্লার মাঝিমল্লার থেকে ছোট বড় নৌকা ও বোট চালক এবং নদীতে নিয়োজিত মৎস্যশিকারীদের উদ্দেশ্যে প্রচার করে আবেদন করা হচ্ছে যে ,-
যদি কোন মানুষের দেহ ভেসে যেতে দেখেন সেটিকে নজরে রেখে নিকটবর্তী থানায় অথবা এই সংস্থায় খবর দিন উল্লেখ্য এর আগে বিভিন্ন সময় রূপনারায়ণে জলপথে দূর্ঘটনায় কোলাঘাটের এই স্বেচ্ছাসেবী সংগঠন প্রশাসনের পাশাপাশি নিজেদের উদ্যোগে উদ্ধারকার্যে সফল হয়েছে একাধিকবার। এখনো পর্যন্ত দুজনের মৃতদেহ উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার এবং চার কিলোমিটার দূর থেকে। নাম সুদিপ্তা ঘোষ, বয়স ৫৯, ঋষভ পাল ৭। উদ্ধারকার্যে নিয়োজিত সংস্থার পক্ষে অসীম দাস জানান,” প্রশাসনের পাশাপাশি আমরাও নিজেদের উদ্যোগে দুটি নৌকা সহযোগে আজ তিনদিন হল, খুবই সীমিত ক্ষমতায় রূপনারায়ণের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই প্রচার ও তল্লাশির চেষ্টা করছি। যতক্ষন না সবাইকে উদ্ধার করা সম্ভব হচ্ছে ততদিন তমলুক পর্যন্ত রূপনারায়ণের এই প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত নজরদারি ও প্রচার চালিয়ে যাওয়ার চেষ্টা করব”।
Home রাজ্য দক্ষিণ বাংলা নৌকাডুবি, রূপনারায়ণের বিস্তীর্ণ এলাকাজুড়ে নৌকাযোগে স্বেচ্ছাসেবী সংস্থা দ্বারা মাইক প্রচার ও অনুসন্ধান।