বুলবুলচন্ডী সোনার দোকানের চুরির রেস কাটতে না কাটতেই আবারো হবিবপুর থানার অন্তর্গত আকতৈল গ্রাম পঞ্চায়েতে চুরির ঘটনা ঘটলো।

0
113

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-বুলবুলচন্ডী সোনার দোকানের চুরির রেস কাটতে না কাটতেই আবারো হবিবপুর থানার অন্তর্গত আকতৈল গ্রাম পঞ্চায়েতে চুরির ঘটনা ঘটলো।সম্প্রতি মালদহের চাঁচলের সোনার চুরি ঘটনার পরেই একের পর এক ঘটনা ঘটে চলেছে বুলবুলচন্ডীতে চুরির পরে এবার আকতৈল অঞ্চলের চুরি তাণ্ডব।রবিবার সকালে হবিবপুর ব্লকের আকতৈল গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত অফিসের তালা ভেঙে কম্পিউটার সহ বেশ কিছু সামগ্রী চুরি হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় জুরে চাঞ্চল্য শুরু হয়েছে।জানাগিয়েছে অন্যান্য দিনের মতো গ্রাম পঞ্চায়েতের রাজমিস্ত্রি কাজ চলছিল এদিন সকালবেলা মিস্ত্রি কাজে এসছে তারা দেখতে পায় লোহার গেট ভাঙ্গা রয়েছে, ইতিমধ্যে খবর দেওয়া হয় আত্মর গ্রাম পঞ্চায়েতের প্রধান কে খবর পেয়ে ঘটনাস্থল ছুটে আছে আত্ম গ্রাম পঞ্চায়েতের প্রধান গায়ত্রী বর্মন,সে পরিস্থিতি দেখে খবর দেয় হবিবপুর থানায়। খবর পেয়ে গঠনের স্থলে ছুটে আছে হবিবপুর থানার পুলিশ, গ্রাম পঞ্চায়েতের ভেতরে ঢুকে দেখেন কম্পিউটার সহ বেশ কিছু সামগ্রিক চুরি গেছে। প্রধান গায়ত্রী বর্মন বলেন আজ সকালে গ্রাম পঞ্চায়েতের চুরি গেছে কম্পিউটার সহ বেশ কিছু সামগ্রিক এখনো সঠিকভাবে জানতে পারছেন না তারা কত টাকার জিনিস চুরি হয়েছে।হরিপুর থানা পুলিশ গ্রাম পঞ্চায়েতে ঘটনার তদন্ত শুরু করেছে।