অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে প্লাকাট হাতে নিয়ে রাস্তায় বসে অবরোধ বিক্ষোভ স্থানীয়দের।

0
47

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে প্লাকাট হাতে নিয়ে রাস্তায় বসে অবরোধ বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি নদিয়ার শান্তিপুর দু নম্বর ওয়ার্ডের স্টেশন সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ রাস্তার। স্থানীয়দের দাবি, গত তিন বছর ধরে রাস্তাটির অবস্থা বেহাল। জরুরি পরিস্থিতিতে হাসপাতাল সহ কাউকেই কোথাও নিয়ে যাওয়া যায় না। এছাড়াও প্রতিনিয়ত দুর্ঘটনার স্বীকার হচ্ছে এলাকার মানুষ। কারোর ভেঙেছে হাত কারোর ভেঙেছে পা, এই ভাবেই যন্ত্রণার মধ্যে দিয়ে রাস্তায় চলাচল করতে হচ্ছে তাদের। অবশেষে ধৈর্যচ্যুত হয়ে রবিবার এলাকার মহিলা পুরুষ একত্রিত হয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করতে শুরু করে। স্থানীয়দের দাবি, 2022 সালে একবার রাস্তার সংস্কারের কাজ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেই সংস্কার না করে আজ ২০২৪ সাল এখনো পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থা। কাউকে জানিয়েও কোন লাভ হয়নি, তাই তারা রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ করতে বাধ্য হয়েছেন তারা। তবে অবিলম্বে যদি রাস্তাটির সংস্কারের কাজ শুরু না হয় তাহলে আগামী দিনে জাতীয় সড়ক অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন এলাকার মানুষ। যদিও পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ গেলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। তবে স্থানীয় কাউন্সিলর এর দাবি, রাস্তাটির সংস্কারের জন্য ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে খুব তাড়াতাড়ি রাস্তাটির কাজ শুরু হবে।