কথায় বলে শিক্ষার শেষ নেই, পঠন পাঠন ছাড়াও শিল্পী যে হওয়া যায় তার জল জ্যান্ত উদাহরণ পাওয়া গেল নদীয়ার এক যুবকের মধ্যে।

0
84

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কথায় বলে শিক্ষার শেষ নেই, পঠন পাঠন ছাড়াও শিল্পী যে হওয়া যায় তার জল জ্যান্ত উদাহরণ পাওয়া গেল নদীয়ার এক যুবকের মধ্যে। গত চার বছর আগে বিদ্যালয়ের সরস্বতী প্রতিমা তৈরি করার জন্য আগ্রহী হয়েছিল স্কুল ছাত্র অতনু বিশ্বাস। সে শান্তিপুর তন্তুবাই হাই স্কুলের ছাত্র। তার ইচ্ছের কথা জানিয়েছিল প্রধান শিক্ষককে, এরপর প্রধান শিক্ষকের অনুমতি মেলায় শুরু করে সরস্বতী প্রতিমা তৈরির কাজ। প্রথম বছরই প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিল বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকাদের। তারপর পর চার বছর ধরে সরস্বতী প্রতিমা তৈরি করছে অতনু। ২০২৩ এ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে এখন শান্তিপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র, কিন্তু বিদ্যালয়ের প্রতি ভালোবাসা এতোটুকুও কমেনি তার। এ বছরও বিদ্যালয়ে তৈরি করছে সরস্বতী প্রতিমা, তবে অতনুর সাথে হাতে হাত লাগিয়েছে অন্যান্য ছাত্ররা। এখন দিনরাত এক করে প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত অতনুসহ তার সহকারীরা। অতনু জানিয়েছেন, তার এই অদম্য ইচ্ছা শক্তির একটাই কারণ কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের প্রাধান্য দেওয়া হয়, সেখানে শান্তিপুরেও স্বনামধন্য অনেক মৃৎশিল্পী থাকলেও তাদের গুরুত্ব দেওয়া হয় না। অতনু দেখিয়ে দিতে চাই মৃৎ শিল্পের সাথে যুক্ত না হয়েও ইচ্ছা শক্তি থাকলে সবই সম্ভব। যদিও অতনুর এই আত্মবিশ্বাসকে কুর্নিশ জানিয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ সাহা। তিনি বলেন ও বরাবরই শিল্পপ্রেমী, পড়াশোনাতে খুব একটা ভালো না হলেও ওর মধ্যে অদ্ভুত পাগলপনা আছে। সব থেকে বড় কথা অতনু বরাবরই খুবই বাধ্য ছেলে।