বিদ্যার দেবীকে শেষ মুহূর্তে পরিচর্চা করে রং তুলির আঁচড়ে সুন্দর রূপ দিতে দিনরাত পরিশ্রম করছেন জটেশ্বরের প্রতিমা তৈরীর মৃৎ শিল্পীরা।

0
57

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দোরগোড়ায় সরস্বতী পুজো। কুমোরটুলিতে তাই তৎপরতা বেড়েছে। আগামী ১৪ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো। তাই বিদ্যার দেবীকে শেষ মুহূর্তে পরিচর্চা করে রং তুলির আঁচড়ে সুন্দর রূপ দিতে দিনরাত পরিশ্রম করছেন জটেশ্বরের প্রতিমা তৈরীর মৃৎ শিল্পীরা। এদিকে সরস্বতী পূজাকে কেন্দ্র করে ফালাকাটা ব্লকের বিভিন্ন এলাকায় প্রতিমা তৈরির কাজ চলছে। শেষ মুহূর্তে দিনরাত প্রতিমা তৈরি ও প্রতিমায় রং দেয়াতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। প্রতিমা শিল্পী চয়ন বড়ুয়া জানান, সরস্বতী পূজা উপলক্ষে তারা বিভিন্ন মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রতিমা তৈরির কাজ করছেন। এছাড়াও তাদের তৈরি এ প্রতিমা বিভিন্ন হাটে-বাজারে বিক্রয় করা হয়।