পূর্ব বর্ধমানে আবারো ভাঙলো ব্যারিকেড।

0
61

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-  পূর্ব বর্ধমানে আবারো ভাঙলো ব্যারিকেড। সি আই টি ইউর আইন অমান্য কর্মসূচিতে পুলিশের সাথে ধস্তাধস্তি ভাঙলো পুলিশি ব্যারিকেড। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে সি আই টি ইউর তরফে গৃহীত আইন অমান্য কর্মসূচি। মঙ্গলবার এর কর্মসূচিতে রীতিমতো রণক্ষেত্রের চেহারা দেখা যায় সি আই টি ইউ কর্মী সমর্থকদের মধ্যে। শহর বর্ধমানের বাদামতলায় পুলিশের তরফে দেওয়া ব্যারিকেড কার্যত ভেঙে দিতে দেখা যায়। কেন্দ্রীয় সরকারের শ্রম কোড বাতিল,স্মার্ট মিটার বাতিল, দেশের সমস্ত কলকারখানা চালু, বেকারদের চাকরি, সন্দেশখালি ইসু, সিপিআইএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সরকারকে গ্রেফতারের প্রতিবাদে সিপিএমের তরফে আইন অমান্য আন্দোলন কর্মসূচি গৃহীত হয় বলে জানা গেছে । মঙ্গলবার সি আই টি ইউর কর্মসূচি কার্যত রণক্ষেত্রের আকার নেয় শুরুতেই। সি আই টি ইউ কর্মী সমর্থকরা বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে মিছিল করে আসেন এবং দুটি ব্যারিকেট ভাঙার পর তারা রাস্তায় বসে পড়েন। কার্জন গেট চত্বরে তারা পথ সভার মাধ্যমে তাদের এই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন। আজ সি আই টি ইউর আইন অমান্য কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাদেশিক কৃষক সভার সম্পাদক অমল হালদার, সিপিআইএম নেতা আভাস রায় চৌধুরী, সিপিআইএম নেতা অপূর্ব চৌধুরী।