ভ্যালেন্টাইন্স ডে কে সামনে রেখে আশায় বুক বাঁধছেন গোলাপ চাষীরা।

0
59

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ভ্যালেন্টাইন্স ডে মানেই গোলাপ দিয়ে প্রেম নিবেদন। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আবার একই দিনে বাঙালির সরস্বতী পূজো। সাধারণত, ভ্যালেন্টাইন্স ডে এর ৭ দিন আগে Rose day থেকেই শুরু হয় ভালোবাসার সপ্তাহ। আর প্রেমের শুরু তো গোলাপ দিয়েই। প্রেমিক-প্রেমিকা হোক বা যে কোনও প্রিয়জন, হাতে ধরে গোলাপ উপহার দেওয়ার আনন্দ টাই আলাদা। ভালোবাসার ভাষা বুঝতে ও বোঝাতে পারে বাহারি গোলাপ। তাই উপহার হিসেবে গোলাপের চাহিদা এখনও সব কিছুর ঊর্ধ্বে। লাল, হলুদ, সাদা, গোলাপি বিভিন্ন রঙের সঙ্গেই বদলে যায় গোলাপের ভাষা ও আবেদন। বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার মাইশোরা, পারলঙ্কা, বাকুলদা সহ বিভিন্ন এলাকায় লাল গোলাপের চাষ দেখা যায় চোখে পড়ার মতো। তবে বাজারে চাহিদা অনুযায়ী চাষীরা তেমন দাম পান না। তবে একই দিনে যখন ভ্যালেন্টাইনস ডে এবং সরস্বতী পূজো তখন বাড়তি লাভের আশায় বুক বেঁধেছেন গোলাপ চাষীরা। বিঘার পর বিঘা বাহারি লাল গোলাপ চাষে সেজে উঠেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া শহর। বাড়তি লাভের আশায় শুধু ভ্যালেন্টাইন্স ডে এই দিনটার অপেক্ষায় থাকেন গোলাপ চাষীরা।
কেউ বা লোন নিয়ে বিঘার পর বিঘা জমিতে গোলাপ চাষ করেছেন বাড়তি লাভের আশায়। তবে এবছর পূজো ও ভ্যালেন্টাইন্স ডে এর মুখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফলে ভাটা পড়েছে গোলাপের দামে। তবুও বাড়তি লাভের আশায় বুক বেঁধেছেন গোলাপ চাষীরা।