মাটি মাফিয়াদের দৌরাত্ম্য অব‍্যাহত চাকদহে।

0
87

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  চাকদহ ব্লকের মাটি মাফিয়া দের দৌরাত্ম্য দিনকে দিন বেড়ে চলেছে। রাতের অন্ধকার ও দিনের আলো তে ট্র‍্যাক্টর করে মাটি এনে জলাশয় ভরাট চলছে। স্থানীয় ও ব্লক প্রশাসন জেনেও না জানার ভান করে মুখে কুলুপ এটে বসে আছে।দেদার চলছে মাটির গাড়ি। চাকদহ ব্লক আধিকারিক কে জানানো সত্ত্বেও এ ব্যাপারে কোনরকম কথা বলেনি। পুলিশ প্রশাসন এসে দু তিনবার রাউন্ড দিয়ে চলে যাচ্ছে। এমত অবস্থায় গাড়ির পর গাড়ি চলছে মাটি, বোঝাই করে। এলাকার মানুষ ভয়ে মুখ করতে পারছে না। বাগমারা অঞ্চলে এই পুকুর ভরাটের কাজ চলছে। মুখ খুলতে নারাজ দুবড়া অঞ্চলের প্রধান। চাকদহ ব্লকের তাতলা এক নম্বর জিপি এবং তাতলা দুই নম্বর জিপির লালপুর ও লোহা সমস্তিপুরে ভরাট ও জলাশয়ের মধ‍্যে বিল্ডিং তৈরী কাজ চলছে। মাটি মাফিয়াদের বিরুদ্ধে প্রশাসন আদৌ কি ব‍্যবস্থা নেবে এমনি প্রশ্ন উঠে আসছে এলাকার বাসিন্দাদের মুখে।