পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাত পোহালেই সরস্বতী দেবীর আরাধনা,ইতিমধ্যেই চরম ব্যস্ততায় মৃৎশিল্পী থেকে শুরু করে মন্ডপ শিল্পীরা,স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন পাড়ায় মন্ডপ তৈরি থেকে শুরু করে পূজোর সামগ্রী গোছাতে ব্যস্ত খুদে পরুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা,অন্যদিকে চরম ব্যস্ততা লক্ষ্য করা গিয়েছে মৃৎশিল্পীদের,একেই মূল্যবৃদ্ধি তার মাঝে দু’দিন বাদেই উচ্চমাধ্যমিক পরীক্ষা, এই দুটো দিক লক্ষ রেখে এবার কোন কর্মে পূজো সেরে নিতে চাইছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি,সেইদিক লক্ষ্য রেখে কম প্রতিমা তৈরি করছে মৃৎশিল্পীরা,পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে উঠে এলো এমনই চিত্র,মৃৎশিল্পী রাজেশ পাল জানিয়েছেন দুদিন বাদেই উচ্চমাধ্যমিক পরীক্ষা, তাই বড় বড় ক্লাব সংগঠন গুলি এবার তাদের পূজোর অনুষ্ঠান প্রায় বাদ দিয়ে ফেলেছে, এই মতো অবস্থায় প্রতিমার সংখ্যা কম করে দিয়েছে মৃৎশিল্পীরা।