দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বাগদেবীর আরাধানায় মাতলো ছাত্রছাত্রীরা। প্রতিটি স্কুলে বা কলেজে নিজেদের মতো করে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুরের রেল ব্রিজের কাছে অভিজ্ঞান মাই ছোটা স্কুলে সরস্বতী পুজোয় আনন্দে মাতোয়ারা পড়ুয়ারা। এই স্কুল ২০২৩ সালের আগষ্ট মাসে পথচলা শুরু করে। তাই এ বছর প্রথম সরস্বতী পুজো পালন করে এই স্কুল। আজকের দিনে খুদে শিশুরা আনন্দ উপভোগ করছে বলে জানান স্কুল শিক্ষকরা। তাঁরা আরও জানান, শুধু পুজো নয়, দুদিন ধরে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।