নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- অ ব্রাহ্মণ মহিলারাও পুরোহিত, চিরাচরিত প্রথা ভেঙে এবার কলেজের ছাত্রীরা নিজে হাতেই বাণী বন্দনায় নয় মেতে উঠলেন। শুধুমাত্র ব্রাহ্মণ দিয়েই পুজো করাতে হবে এমন প্রথা পাল্টানোর উদ্দেশ্যেই তাদের এই উদ্যোগ। নদীয়ার কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল রায় কলেজ। ২০০৫ সাল থেকেই এই কলেজে ছাত্রীরা নিজেরাই সরস্বতী পূজা করে আসছেন। প্রথমদিকে পুজো করতে গিয়ে অনেক বাধা-বিপত্তি এসেছিল। যেহেতু মহিলারা বাড়িতে নিজেরাই পুজো করেন সেই কারণে কেন সরস্বতী পূজো তারা করতে পারবেন না? এই প্রশ্ন থেকেই প্রিন্সিপালের উদ্যোগে শুরু হয় এই পুজো। এখনো কলেজ ের ছাত্রীরা নিজেই সরস্বতী পুজো করে থাকেন। এ বছরও সেই ছবি ধরা পরল।
Home রাজ্য দক্ষিণ বাংলা অ ব্রাহ্মণ মহিলারাও পুরোহিত, চিরাচরিত প্রথা ভেঙে এবার কলেজের ছাত্রীরা নিজে হাতেই...