নিজস্ব সংবাদদাতা, মালদা: – আগামীকাল উত্তরবঙ্গের আটটি জেলায় নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন ধর্মঘটের ডাক দিয়েছে। মূলত দুটি দাবির ভিত্তিতে এই ধর্মঘট। আগামীকাল উত্তরবঙ্গের আটটি জেলার সমস্ত পেট্রোল পাম্প বন্ধ থাকবে। দাবি গুলির মধ্যে অন্যতম হলো বিগত দিনে নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে এসেছিল। প্রায় সাড়ে 19 কোটি টাকা মত টাকার তেল ব্যবহার করেছিল তারা। বকেয়া টাকা এখনো পাননি, ডিলাররা। সেই বকেয়া টাকা দাবি সহ দুই দফা দাবির ভিত্তিতে আগামীকাল পেট্রোল পাম্প ধর্মঘট বলে জানান সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল সাহা।
বাইট – উজ্জ্বল সাহা,নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন মালদা শাখার সভাপতি