পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-ইংরেজি বছরের দ্বিতীয় মাস হলো ফেব্রুয়ারি মাস। আর এই ফেব্রুয়ারি মাস মানেই এক কথায় বলাযায় প্রেমের মাস। হাতে লাল,গোলাপ, মনে বসন্তের ছোঁয়া,এসবকে সঙ্গে করেই শুরু হয় প্রেম পার্বণ।বছরের দ্বিতীয় মাসের ৭তারিখ থেকেই শুরু হয় প্রেম পার্বন।যাকে এক কথায় বলা হয় ভ্যালেন্টাইন ডে। কিন্তু কেনো এই ভ্যালেন্টাইন ডে পালন করা হয় ,জানেন?আজকে এই প্রশ্ন-ই ছিলো কাপেলদের কাছে।এশোজনার মধ্যে একশোজনাই দিতে পারলেন না সঠিক উত্তর।কি বললেন তারা?
আজকের প্রতিবেদনে আমরা জানাবো কেনো পালন করা হয় ভ্যালেন্টাইন ডে,।
বছরের দ্বিতীয় মাসের ৭ই ফেব্রুয়ারি থেকে প্রেমে মজেন প্রেমিক প্রেমিকারা। এই দিন থেকেই শুরু হয় প্রেমের দিবস অর্থাৎ ভ্যালেন্টাইন ডে।যাকে আবার বলাহয়, ভালোবাসা দিবস।ভ্যালেন্টাইন ডে,প্রথম দিন ৭ই ফ্রেব্রুয়ারি পালন করা হয় রোজ-ডে’ অর্থাৎ গোলাপ দিবস।৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে, এই দিনে প্রেমিক প্রেমিকা একে অপরকে প্রোপোজ করে,নিজেদের ভালোবাসার প্রকাশ করে।৯ ফেব্রুয়ারি চকলেট ডে, চকলেট ডেতে একে অপরকে চকলেট দিয়ে নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান।
১০ ফেব্রুয়ারি টেডি ডে, এই দিনে একে অপরকে উপহার হিসেবে টেডি দেন বলে এর নাম রাখা হয় টেডি ডে।
১১ ফেব্রুয়ারি প্রমিস ডে, এই দিনে প্রেমিক, প্রেমিকারা সারা জীবন একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করেন।১২ ফেব্রুয়ারি হাগ ডে, ভ্যালেন্টাইনস সপ্তাহের এই দিনটি প্রেমিক যুগলের একটি গুরুত্বপূর্ণ দিন।এইদিনে প্রেমিক যুগলরা একে অপরকে আলিঙ্গন করেন।
১৩ ফেব্রুয়ারি কিস ডে এই দিনে প্রেমিক যুগল একে অপরের ভালোবাসার প্রকাশ ঘটান চুম্বনের মাধ্যমে।এতো কিছুর পরে আসে ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেনটাইন ডে।এই দিনে প্রেমিক প্রেমিকা একে অপরের সঙ্গে বিশেষ ডেট প্ল্যান করেন,পার্কে ঘোরে, সিনেমা দেখে, ঘুরে বেড়ায়, রেস্টুরেন্টে খাবার খায়।এই দিনটি তাদের ভালোবাসার মানুষের সাথে খুব মজা করে কাটান।
এবার আসাযাক কেনো এই ভ্যালেন্টাইন ডে পালন করা হয়। সেন্ট ভ্যালেন্টাইনের নামানুসারে এই ভ্যালেন্টাইন ডে,।
তৃতীয় শতাব্দীর সময় রোমের বাসিন্দা, পুরোহিত, এবং চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের স্মরণে উদযাপিত হয়েছিল এই দিনটি। যিনি ছিলেন একজন ধর্ম প্রচারকও। পাশাপাশি তিনি রোমান সৈন্যদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বিবাহের অনুষ্ঠানও করতেন।
পক্ষান্তরে, দ্বিতীয় ক্লডিয়াস, যিনি ছিলেন একজন রোমান সম্রাট। তিনি বিশ্বাস করতেন, অবিবাহিত সৈন্যরা বিবাহিতদের চেয়ে বেশি দক্ষ। তাই সম্রাট সৈন্যদের বিয়ে করা নিষিদ্ধ করেছিলেন। তিনি একটি আইনও তৈরি করেছিলেন সে বিষয়ে। আইনটিতে বলা হয়েছিলো, যারা সেনাবাহিনীতে চাকরি করে তারা বিয়ে করতে পারবেনা।
সেন্ট ভ্যালেন্টাইন এই আইন সম্পর্কে জানতে পেরে আইনটিকে সেনাদের প্রতি অন্যায় বলে আখ্যায়িত করেন। এবং তিনি সকল সৈন্যদের গোপনে বিয়ে দিতে থাকেন। বিয়ে দেওয়ার পাশাপাশি তিনি অন্যান্য লোকেদের মধ্যেও ভালবাসার অনুভুতি জাগাতে শুরু করেন।
কিন্তু, দুর্ভাগ্যবশত, দ্বিতীয় ক্লডিয়াস সেন্ট ভ্যালেন্টাইনের এ সকল কাজ সম্পর্কে জানতে পেরে ভ্যালেন্টাইনকে মৃত্যুদন্ড দেন।দিনটি ছিলো ১৪ই ফেব্রুয়ারি।
এরপর পোপ গেলাসিয়াস ১৪ ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেন্টাইন’স ডে হিসেবে ঘোষণা করেন। সেই থেকেই এই দিনটিকে ভ্যালেন্টাইন ডে,হিসেবে পালন করা হয়।