নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গোপন সূত্রে খবর পেয়ে শান্তিপুর থানার তৎপরতায় উদ্ধার হলো ৫৮০ গ্রাম কোকেন, যার কালো বাজারে মূল্য প্রায় দেড় কোটি, ধৃতকে পাঠানো হলো রানাঘাট আদালতে।
দুর্নীতি দমনে শান্তিপুর থানার আবারো বড়সড়ো সাফল্য মিলল গতকাল রাতে । গোপন সূত্রে খবর পেয়ে শান্তিপুর থানার অন্তর্গত বাগআঁচড়া তড়িৎ সংঘ মাঠের পাশে বসবাস করা পঞ্চাশোর্ধ গোপাল মন্ডল কে ৫৮০ গ্রাম কোকেন সহ গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর অনুযায়ী পঞ্চাশোর্ধ ওই ব্যক্তি এর আগেও বাংলাদেশ থেকে আইন বহির্ভূতভাবে সোনা নিয়ে আসা এবং বিভিন্ন নেশা জাতদ্রব্য পাচার করার কারণে এনডিপিএস মামলায় জর্জরিত ছিলেন। সম্প্রতি বিভিন্ন ধরনের চোরাচালানকারীর সাথে তার নিয়মিত যোগাযোগের কথা খবর পেয়েছিল শান্তিপুর থানা। সেই হিসাবেই তার উপর বিশেষ নজরদারি চালিয়ে গতকাল হাতেনাতে ধরা সম্ভব হয়েছে। তবে নিষিদ্ধ এই নেশা দ্রব্য কালোবাজারি মহলে আনুমানিক দেড় কোটি টাকার কাছাকাছি বলেই জানা গেছে। ধৃতকে আজ রানাঘাট মহাকুমা আদালতে তোলা হয়েছে।