প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার কাজের সূচনা করলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ।

0
41

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর :-  স্বাধীনতার পরে এই প্রথম ইটের রাস্তা পাকা হচ্ছে। বালুরঘাট ব্লকের ডাঙ্গির রাস্তা পাকা হচ্ছে। প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে সেই রাস্তার কাজের সূচনা করলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ। ওই রাস্তার কাজ শুরু হতেই খুশি গ্রামের বাসিন্দারা। জানা গিয়েছে, ১৯৪২ সালের ১৪ সেপ্টেম্বর বালুরঘাটে সংগঠিত হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। বালুরঘাট ব্লকের আত্রেয়ীর পারে ডাঙ্গি গ্রামে প্রায় ১০ হাজার মানুষ একত্রিত হয়ে শুরু করেছিল আন্দোলন। সেই গ্রাম থেকে হেঁটে বালুরঘাটে ট্রেজারি বিল্ডিং অভিযান শুরু হয়েছিল। সেই দিনটিকে স্মরণ রাখতে বালুরঘাটের ডাঙ্গি গ্রামে স্মৃতি সৌধ নির্মান করেছিল সরকার। কিন্তু স্বাধীনতার ৭৫ বছর পরও সেই গ্রামে ঢোকার পাকা রাস্তা নেই। অবশেষে বৃহস্পতিবার সেই গ্রামের রাস্তা পাকা করার কাজের সূচনা হল।
এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, তৃণমূল জেলা সভাপতি তথা জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়াল, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ অন্যান্যরা।