নিজস্ব সংবাদদাতা, মালদা : – স্বনির্ভর গোষ্ঠীর ক্ষুদ্র ঋণ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ও অতিরিক্ত জেলা শাসক জামিল ফতেমা জেবা। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বৃহস্পতিবার দুপুরে সবুজ পতাকা উড়িয়ে ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে।
মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বলেন, শনিবার গোষ্ঠীর ক্ষুদ্র ঋণ মেলা অনুষ্ঠিত হবে মালদায়। মানুষকে সচেতন করতে ট্যাবলো পরিক্রমা করবে মানিকচক, রতুয়া, হরিশ্চন্দ্রপুর, কালিয়াচক সহ বিভিন্ন ব্লকে। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগম দপ্তরের আয়োজনে সংখ্যালঘু স্বনির্ভর গোষ্ঠীদের ঋণ প্রদান করা হবে লোন মেলার মাধ্যমে। এই বিষয়ে মানুষকে সচেতন করতে বিভিন্ন ব্লকে ঘুরে প্রচার চালাবে লোন মেলার ট্যাবলো।
মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আগামী দিনে অনুষ্ঠিত হবে লোন মেলা।
Home রাজ্য উত্তর বাংলা স্বনির্ভর গোষ্ঠীর ক্ষুদ্র ঋণ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি...