আগুনে সম্পূর্ণ ভস্মিভূত একটি কাঠের ফার্নিচার দোকান এবং পাশের ফাঁকা দোকান।

0
79

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  গতকাল নদীয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন পাওয়ার হাউস এলাকায় আনুমানিক রাত বারোটা নাগাদ হঠাৎই রাস্তার পাশে বিভিন্ন কাঠের দোকানের মধ্য থেকে বিমল দাসের কাঠের দোকান এবং সোনা মন্ডলের ফাঁকা একটি দোকানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী এবং পথচারীরা। প্রাথমিকভাবে এলাকার সকলের বালতি করে জল ঢালতে শুরু করে অন্যদিকে খবর দেওয়া হয় শান্তিপুর থানা এবং শান্তিপুর অগ্নি নির্বাপন কেন্দ্রে। ঘটনাস্থলে একটি ইঞ্জিন এবং প্রায় ন জনের দল তারা এসে আগুন নেভানোর কাজ শুরু করে অন্যদিকে এলাকাবাসীর সহ শান্তিপুর থানার পুলিশ প্রশাসন হাত লাগায়। সকলের সমবেত প্রচেষ্টায় প্রায় দু’ঘণ্টা বাদে আগুন নিয়ন্ত্রণে আসে তবে ততক্ষণে ওই দোকানে প্রস্তুত হওয়া বেশ কয়েকটি মূল্যবান খাট এবং অন্যান্য ফার্নিচার সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। ভেঙে পড়ে টিন এবং বাঁশের দুটি দোকান। বিমল বাবুর ছেলে জানান এই দোকানের উপরেই তাদের দুবেলা দুটো ভাত জুটতো আজকের পর থেকে তারা একেবারে নিঃস্ব হয়ে গেলো।
তবে আগুন লাগার কারণ হিসেবে কিছু আন্দাজ করতে পারছেন না কেউই, যদিও ওই দোকানের উপরে পেছনে পাওয়ার হাউসের ইলেকট্রিকের প্রচুর তার থাকার কারণে সেখান থেকেও স্ফুলিঙ্গ নির্গত হতে পারে বলে অনেকে মনে করছেন। তবে ওই দুই দোকানের মাঝে কিছুটা ফাঁকা স্থান থাকার কারণে সেখানেও কেউ বসে বিড়ি সিগারেট খেয়ে শেষাংশ ফেলতে পারে বলে অনেকের অনুমান।