দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- হিলি সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশ বৈদেশিক বানিজ্য ও যাত্রীবাহি ট্রেন চলাচলের কথা মাথায় রেখেই হিলিতে চার লাইন ও একটি আধুনিক মানের মালগুদাম তৈরি করা হবে বলে জানালেন উত্তরপুর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার সতীশ পান্ডে।
শনিবার উত্ততরপুর্ব সীমান্ত রেলওয়ের ম্যানেজার ও তার দপ্তরের অনান্য উচ্চপদস্থ আধিকারিকগন অসমের রেলের সদর দপ্তর মালিগাও থেকে বালুরঘাট হিলি রেলপথ প্রকল্পের ব্যাপারে পরিদর্শনে বালুরঘাটে আসেন। পরে তারা সড়ক পথে হিলি সীমান্তে রেলের প্রস্তাবিত স্টেশন নির্মানের জায়গা পরিদর্শনে যান। সেখানে তারা বিএস এফ আধিকারিকদের সাথে এই প্রকল্পের জায়গা নিয়ে এক প্রস্থ বৈঠকও করেন। তবে সুত্র মারফৎ জানা গেছে এই বৈঠকে বাংলাদেশের রেল কর্তারাও নাকি যোগ দিয়েছিলেন। তবে এব্যাপারে উত্তরপুর্ব সীমান্ত রেলওয়ের তরফে কোন মন্তব্য করা হয়নি।
এছাড়াও জেনারেল ম্যানেজার ও অনান্য আধিকারিকরা আজ
এদিন তিনি বালুরঘাট স্টেশনের সিক লাইন পিক লাইনের অগ্রগতি খতিয়ে দেখার পর। হিলি পর্যন্ত নতুন রেল প্রকল্পের ব্রিজ ও কালভার্টের পরিদর্শন করেন। এর পাশাপাশি তিনি জানান রাজ্য সরকার নতুন ভাবে জমি অধিগ্রহন শুরু করেছে।জমি নিয়ে রেলের একমাত্র কাজ হল জেলা প্রশাসন তাদেরকে জানাবে জমি অধিগ্রহন বাবদ কত অর্থ লাগবে, সেই মত অর্থ রেল জেলা প্রশাসনের হাতে তুলে দেয়।পরবর্তিতে জেলা প্রশাসন সেই অর্থ জমি দাতাদের হাতে তুলে দিয়ে জমি অধিগ্রহন করে তা রেলের হাতে তুলে দেয়।এরপরেই রেল কাজ শুরু করে। এক্ষেত্রেও সে ভাবে রেল দপ্তর এই প্রকল্প রুপায়নের পথে হাটছে বলে তিনি জানান।এছাড়াও হিলি দিয়ে বৈদেশিক বানিজ্যের কথা মাথায় রেখেই তারা হিলি স্টেশনে চার লাইন এর কাজ করা হবে।পাশাপাশি একটি আধুনিক মানের মালগুদাম ও তৈরি করা হবে বলে তিনি জানান।