নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জটেশ্বর জনপদটির উপর দিয়ে গিয়েছে ১৭ নম্বর জাতীয় সড়ক। ব্যস্ত এই সড়কে এখনও কোনও ট্রাফিক সিগন্যাল নেই। এবার ট্রাফিক সিগন্যাল তৈরির দাবিতে ময়দানে নামলো জটেশ্বরের জয়বাংলা ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ইতিমধ্যে ওই স্বেচ্ছাসেবী সংগঠনটির তরফে গোটা জটেশ্বর বাজার জুড়ে গনস্বাক্ষর সংগ্ৰহ করা হয়। ওই স্বাক্ষরিত কপি আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার অফিসে জামা দেওয়া হয়। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের মধ্যে দ্বিতীয় বৃহত্তম জনবহুল এলাকা জটেশ্বর বাজার। এখানে দুটি উচ্চ মাধ্যমিক স্কুল, কলেজ সরকারি ও বে সরকারি বহু প্রতিষ্ঠান, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র রয়েছে। প্রতিদিন বহু মানুষ পাশ্ববর্তী এলাকা গুলি থেকে জটেশ্বর বাজার আসেন। ব্যস্ত ওই রাস্তা দিয়ে চলাচলের সময় অনেকেই চলন্ত গাড়ির মুখোমুখি হন। যার জেরে প্রায়শই ছোট বড় দুর্ঘটনা ঘটছে বলে দাবি পথচারীদের।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার ট্রাফিক সিগন্যাল তৈরির দাবিতে ময়দানে নামলো জটেশ্বরের জয়বাংলা ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী...