আবদুল হাই, বাঁকুড়াঃ- কন্যাশ্রীদের অভিনবত্বের সরস্বতী পূজোর থিম ছিল সবুজ সাথী। এদের হাত ধরে সম্ভবত রাজ্যে এই প্রথম সরস্বতী পূজো মন্ডপ ও প্রতিমায় উঠে আসে রাজ্য সরকারের অতি জনপ্রিয় প্রকল্প সবুজ সাথী।বিদ্যার দেবী সরস্বতী কন্যাশ্রীদের মন্ডপে হাজির হয়েছিলেন রাজ্য সরকারের সবুজ সাথী চড়েই।তারা নিজেদের কন্যাশ্রী টাকা এবং বেশ কিছু মানুষের সাহায্য সহযোগিতায় জমজমাট করে পালন করে বাকদেবীর আরাধনা, অবশেষে সেই আনন্দের শেষ দিনে প্রতিমা নিরঞ্জনে কন্যাশ্রীরা।