সরস্বতী পুজোয় থিমের মাধ্যমে সচেতনতামূলক বার্তা।

0
45

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- নব সমাজ সংঘের অভিনব থিমের মাধ‍্যমে অনুষ্ঠিত হ’লো সরস্বতী পূজা। বিভিন্ন মানবিক ও সামাজিক বার্তার মাধ‍্যমে বাণীবন্দনার সুন্দর ও সময়োচিত প্রকাশ দেখা গেলো বীরভূম জেলার দুবরাজপুর থানার কুখুটিয়া গ্রামের নব সমাজ সংঘে। এই বছরের সরস্বতী পূজার থিম জল দূষণ। নব সমাজ সংঘের এবারে সরস্বতী পূজা ৪৩ বছরে পদার্পণ করলো। প্রত্যেক বছর এই ক্লাবের পক্ষ থেকে সমাজের উন্নতির জন্য এবং সমাজকে পজিটিভ চিন্তা ভাবনাকে মাথায় রেখে নিত্য নতুন থিম করে মানুষকে সচেতন করা হয়। সেজন্য এই বছরের থিম ভাবনা জল দূষণ। বর্তমানে পরিবেশের কথা মাথায় রেখেই এই চিন্তা ভাবনা। যাতে করে গ্রামের সাধারণ মানুষ পুকুরের জল দূষিত না করেন, পানের উপযোগী জল পান করেন। তার সাথে সাথে জল অপচয় না করে ব্যবহৃত জল পুনরায় বাগানের কাজে লাগানো যায় সেই ভাবনাও থিমের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়াও আমাদের সুস্থ পরিবেশকে দূষণমুক্ত করতে মানুষ যেন শৌচালয় ব্যবহার করেন সেই দৃশ্যই এই থিমে তুলে ধরা হয়েছে। এছাড়াও বর্তমানে যুব সমাজ মাদক সেবনের ফলে যে অধঃপতনের দিকে এগিয়ে যাচ্ছে সেই ভাবনাও এই থিমের মধ্যে সবার কাছে পৌঁছে দিতে চাইছি বলে জানান নব সমাজ সংঘের সদস্য সুরেশ বাউরী। পাশাপাশি দেখা যায় একাধিক পরিবারে তাঁদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন। তাই বৃদ্ধ পিতামাতা যেন বোঝা না হয়ে যান, সবাই যেন পিতামাতাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে নিজের কাছে যত্নে রাখেন সেই চিত্র তুলে ধরেছি। এই থিম দিয়ে আমরা সবার কাছে এই বার্তা পৌঁছে দিতে চাইছি। এই পুজোর বাজেট আনুমানিক ২ লক্ষ টাকা। সরস্বতী পুজো উপলক্ষে রয়েছে নানান অনুষ্ঠান। পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রাম থেকে মানুষজন এখানে আসেন। আমরা চাইছি আগামী বছর গুলোতে নতুন ভাবনা নিয়ে থিম তৈরি করব।