পশ্চিম, নিজস্ব সংবাদদাতা:- “স্বাস্থ্যই সম্পদ”এই বার্তাকে সামনে রেখে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা শহরে গড়বেতা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এবং মেদিনীপুর রোটারি আই হসপিটালের সহযোগিতায় বিনামূল্যের চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবিরের আয়োজন করা হয় চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অফিস প্রাঙ্গনে,জানা গিয়েছে এই দিন প্রায় দুই শতাধিকেরও বেশি সাধারণ মানুষ চক্ষু পরীক্ষা করান, পাশাপাশি ব্লাড প্রেসার,দন্ত পরীক্ষা সহ বিভিন্ন শারীরিক বিষয়ক ডাক্তারের উপস্থিতিতে চলো এই শিবির, এই দিন উপস্থিত ছিলেন ডা: লীলাবতী ঠাকুর,ডা: চঞ্চল মহাপাত্র,ডা: শান্তনু কুপাল,ডা: দেবাশীষ ঘোষ,ডা: দীপক কুমার সহ অন্যান্য ব্যক্তিবর্গ। তবে আগামী দিনেও তাদের এই কর্মসূচি নেওয়া হবে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। এই দিন সকাল ১১ টা থেকে বিকেল পর্যন্ত চলে এই শিবির।
Home রাজ্য দক্ষিণ বাংলা গড়বেতা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এবং মেদিনীপুর রোটারি আই হসপিটালের...