পাখি শীর্ষক সমীক্ষা শুরু হলো।

0
53

দক্ষিন দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ –  ১৮ই ফেব্রুয়ারি রবিবার সকালে দিশারী সংকল্প এবং বালুরঘাট সাইকেল কমিউনিটির উদ‍্যোগে ” আত্রেয়ী নদীর পাখি ” শীর্ষক সমীক্ষা শুরু হলো। এইদিন থেকে এই দুই সংগঠনের সদস্যরা ক্ষুদিরাম মোড়ে জমায়েত হয়ে সাইকেল নিয়ে ডাঙ্গি সীমান্তে গিয়ে আত্রেয়ী আত্রেয়ী নদীর পাখি ” শীর্ষক সমীক্ষা শুরু হলো। দিশারী সংকল্প – এর সম্পাদক তুহিন শুভ্র মণ্ডল জানিয়েছেন – এইদিনের ” আত্রেয়ী নদীর পাখি ” শীর্ষক সমীক্ষায় গাইড হিসেবে উপস্থিত ছিলেন দিশারী সংকল্পের বন্ধু পাখি প্রেমী সৌমেন সরকার। নদীর পাড় বা নদী ভালো না থাকলে জলচর পাখিদের বাসস্থানের ক্ষতি হয় এদিন আমরা এই বিষয়টিও দেখলাম। বিভিন্ন পর্যায়ে এই পাখি সমীক্ষার কাজ হবে। কাজটি শেষ হবার পর একটি পুস্তিকা আকারে এটি প্রকাশ করার চিন্তাভাবনা রয়েছে।
ডাঙ্গি এলাকায়
আজ আত্রেয়ী নদী বক্ষ এবং পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত পাখি পাওয়া গিয়েছে সেগুলি হল
স্যান্ড মার্টিন, লিটল রিং প্লভার, গ্রীন স্যান্ডপাইপার, হোয়াইট ব্রেস্টেড কিংফিশার, পাইড কিংফিশার, গ্রীন বী ইটার, স্পটেড ডাভ, ট্রিগা ফ্লাইক্যাচার ও হোয়াইট ওয়াগটেল।
এছাড়াও আজ এই সমীক্ষায় উপস্থিত ছিলেন সভাপতি অমল বসু, সনাতন প্রামাণিক,অঞ্জন দাস, বিজন সরকার,মনোজ গাঙ্গুলি, নীলাদ্রি শেখর মুখার্জী প্রমুখ।তাদের কথায় আজ অনেক অজানা বিষয় জানলাম।