নিজস্ব সংবাদদাতা, জটেশ্বরঃ- ১০০ দিনের কাজের বকেয়া টাকা রাজ্য সরকার মেটাবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই টাকা পেতে যাতে শ্রমিকদের কোনও রকম অসুবিধার সম্মুখীন না হতে হয় সেই লক্ষ্যে রাজ্য জুড়ে সহায়তা কেন্দ্র চালু করলো তৃণমূল। রবিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর ১নং অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্র চালু হলো কাজলিহল্টে । জানা গিয়েছে, এই সহায়তা শিবিরটি চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাস, জটেশ্বর ১নং অঞ্চলের চেয়ারম্যান হৃষিকেশ দাস, সভাপতি পঙ্কজ কুমার রায়, জটেশ্বর ১নং অঞ্চলের মহিলা সভানেত্রী হাফিজন নেষা, তৃণমূল নেতা কার্তিক সাহা,সমীর ভৌমিক,মস্তফা আলী,কাশেম আলী, সাদ্দাম হোসেন সহ প্রমুখ।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার ফালাকাটা ব্লকের জটেশ্বর ১নং অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্র চালু হলো কাজলিহল্টে...