পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- গোটা রাজ্যজুড়ে ১৬ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শহর বর্ধমানেও বিভিন্ন সিট পড়েছে বিভিন্ন জায়গায়। সেই মত বিবেকানন্দ বালিকা বিদ্যালয়ের (পরীক্ষা কেন্দ্র) উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শ্রেয়া দত্ত পরীক্ষা দিতে এসেছিলেন। কিন্তু হঠাৎই তার মনে পড়ে তার অ্যাডমিট বাড়িতে ফেলে এসেছেন। কি করবেন কিছু ভেবে উঠতে পারছিলেন না, সেখানেই উপস্থিত ছিলেন বর্ধমান মহিলা থানার আইসি কবিতা দাস। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শ্রেয়া দত্ত মহিলা থানার আইসি কবিতা দাস কে তার সমস্যার কথা জানান এবং সেটা জানবার পরে তাকে সেই মুহূর্তেই নিজের গাড়ি করে বাড়ি নিয়ে গিয়ে অ্যাডমিট নিয়ে পুনরায় স্কুলে পৌঁছে দেন। বর্ধমান মহিলা থানার আইসি কবিতা দাস এর তৎপরতায় খুশি সেই ছাত্রী।
Home রাজ্য দক্ষিণ বাংলা বর্ধমান মহিলা থানার আইসি কবিতা দাসের তৎপরতায় পরীক্ষা দিতে পারলো উচ্চ মাধ্যমিক...